একজন নিউ রিসেলার হিসেবে কি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন?

ShopUp
Nov 16, 2020

একজন নতুন রিসেলার হিসেবে আপনার মনে প্রথমেই যেই প্রশ্নটি আসবে সেটি হলো কোন প্রোডাক্টটি নিয়ে আপনি কাজ করবেন।যেকোনো ব্যবসার জন্য প্রোডাক্ট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই বিষয়টির উপরেই নির্ভর করবে আপনার বিজনেসের সফলতা।

প্রথমত, এই জন্য আপনি মার্কেটে কোন প্রোডাক্ট গুলোর চাহিদা বেশি, কোন প্রোডাক্ট গুলো কাস্টমাররা বেশি কিনছে এটা যাচাই করে নিবেন। এই কাজটি করতে আপনার প্রথমেই ফেসবুকের বিভিন্ন পেজ এবং বিসনেস গ্রুপ গুলো ঘুরে মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ড আছে এমন প্রোডাক্ট গুলো বের করবেন। এরপর আপনি যেই প্রোডাক্টটি সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা রাখেন এবং ফিউচারে যেইটা নিয়ে কাজ কন্টিনিউ করতে পারেন এমন প্রোডাক্টটি সিলেক্ট করবেন।

এইভাবে আপনি একজন নিউ রিসেলার হয়েও সঠিক প্রোডাক্টটি বেছে নেওয়ার মাধ্যমে করে নিতে পারেন অধিক প্রফিট।

--

--

ShopUp

ShopUp is a platform, and ecosystem to help small businesses grow.