কেন আপনার অনলাইন বিসনেসের জন্য ফেইসবুক বুস্টিং জরুরি?

ShopUp
2 min readOct 25, 2020

যদি আপনি আপনার ব্যবসায়ের জন্য ফেসবুক ব্যবহার করেন তবে আপনি সম্ভবত আপনার পোস্টগুলির নীচে নীল “বুস্ট পোস্ট” বাটন দেখতে পেয়েছেন। কিন্তু এটা কি কাজ করে?

আপনার পেইজে একটি পোস্ট বুস্ট করার জন্য একটি ছোট এমাউন্ট ইনভেস্ট করে, আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার পোস্টগুলি আপনার কাস্টমারের নিউজফিডে টপে প্রদর্শিত হচ্ছে। আদর্শভাবে আপনি কোনও পোস্টকে বুস্ট করতে যত বেশি ইনভেস্টমেন্ট করবেন, তত বেশি অডিয়েন্স আপনার পোস্টটি দেখতে পাবে এবং তার সাথে ইন্টারঅ্যাক্ট করবে।

বুস্ট করা পোস্টগুলি আপনার পোস্টগুলিকে আরও ভালভাবে পারফর্ম করতে সহায়তা করে। এখনকার ব্যবসায়ের জন্য ফেসবুক এত গুরুত্বপূর্ণ একটি মার্কেটিং টুলে পরিণত হয়েছে। বলা হয় যে, কেবল অরগ্যানিক পোস্টগুলি পোস্ট করা (সাধারণ পোস্টগুলি যে বিজ্ঞাপন নয়) আর যথেষ্ট নয়। বিজনেস করতে চাইলে আপনার ফেসবুক বুস্টে টাকা বিনিয়োগ করতে হবে।

ফেসবুকের বর্তমান অ্যালগরিদমের সাথে, আপনার ফলোয়ার্সদের 2% বা তার চেয়ে কম আপনার অরগানিক ফেসবুক পোস্টগুলি দেখছেন। এই সমস্যাটি ওভারকাম করতে এবং আপনার পোস্টগুলি ঠিক মত টার্গেটেড কাস্টমার এর কাছে পৌঁছাচ্ছে কিনা, নিশ্চিত করার জন্য, পেইড বুস্টিং খুবই গুরুত্বপূর্ণ।

আপনার পোস্টগুলিকে বুস্ট করার মাধ্যমে টার্গেট অডিয়েন্স এর নিউজফিডের টপ প্লেস এ দেখা যায়, যার মানে আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্টস দেখার অনেক বেশি সুযোগ পাবে আর যত বেশি ইউজার আপনার পোস্ট দেখতে সক্ষম হবে।

শুধু তাই না, আপনি বিভিন্ন Ad Objective সিলেক্ট করে, আপনার কাঙ্ক্ষিত অ্যাড রেজাল্ট পেতে পারেন।

বুস্টিং বাজেট এবং বুস্টিং টাইম :

মেসেঞ্জারে তিন দিনের বুস্টের জন্য অত্যন্ত ৫০০-১০০০টাকা (৫-১০ ডলার) বরাদ্দ রাখবেন। প্রতি ১০০টাকায় অত্যন্ত ৫-৬টি মেসেজ পাবেন। ১-২ দিন বুস্ট রান করবেন না, কারণ ফেসবুক কিন্তু ১ দিন ধরে অডিয়েন্স বুঝার চেষ্টা করে এবং ওই টাইমে ১০০ টাকার মতো খরচ হয়ে যায়। তাই ৩ দিন অত্যন্ত বুস্ট রান করবেন।

অডিয়েন্স :

কাকে এই অ্যাড দেখাবেন? সত্যি কথা বলতে এখন সবারই এই সব প্রোডাক্ট দরকার। কিন্তু সবাই কিন্তু এই সব প্রোডাক্ট কিনবে না। চিন্তা করে দেখুন আপনার নিজের পরিবারে কে কে এই সব প্রোডাক্ট কেনার দায়িত্বে থাকে, মা, বাবা, বড় ভাই অথবা বোন? বাংলাদেশে বেশির ভাগ পরিবারে উপার্জনকারী সদস্যই বাজারের দায়িত্বে থাকে। আমাদের পরামর্শ অনুযায়ী অডিয়েন্স সিলেক্ট করলে ১ সপ্তাহে পেয়ে যাবেন ১০০ জন কাস্টমার। নিম্নোক্ত ভাবে বুস্টিং এর সেগমেন্ট গুলো ইনপুট দিতে পারেন এবং আপনার প্রয়োজন মত চেঞ্জ করতে পারেন-

Location

Dhaka (Within 15 Miles)

Age

25–55 Years

Gender

Male and Female Both

Interests

Online Shopping, Top e-commerce Pages (Daraz, AjkerDeal, PriyoShop, Chaldal etc)

Behavior

Active Shopper

Employed

Parents

People who have expressed an interest in (Grocery Stores etc.)

আপনারা যদি ShopUp Assist দ্বারা বুস্ট করিয়ে থাকেন তাহলে শপআপ অ্যাডের Description Box-এ Copy এবং Paste করে বসিয়ে দিতে পারেন।

আপনার অনলাইন পেজটি বুস্ট করতে এবং ভাল ফলাফল পেতে ShopUp Assist এর সহায়তা নিতে পারেন অথবা Page Manager এর মাধ্যমে Card দিয়েও বুস্ট।

--

--

ShopUp

ShopUp is a platform, and ecosystem to help small businesses grow.