জেনে নিন ফেইসবুক মার্কেটপ্লেস সম্পর্কিত সকল তথ্য

ShopUp
4 min readFeb 11, 2021

--

বিনা বিনিয়োগে এবং ঝুঁকি ছাড়াই রিসেলারদের জন্য বিশাল পরিসরে ব্যবসা ক্ষেত্র তৈরির সুযোগ করে দিয়েছে ফেইসবুক মার্কেটপ্লেস!!

অনলাইনে সেলাররা যেন খুব সহজেই তাদের পণ্য গুলো বিক্রি করতে পারে এবং বেশি বেশি ইনকাম করতে পারে সেজন্য ফেইসবুক নিয়ে এলো মার্কেটপ্লেস নামের নতুন একটি আকর্ষণীয় কন্টেন্ট। ফেসবুক মার্কেটপ্লেস একজন রিসেলার এর জন্য এমন একটি প্লাটফর্ম যেখানে সে তার পণ্যটি ক্রেতাদের কাছে সহজে পরিদর্শন ও বিক্রি করতে পারে এবং এর ফলে সে তার আয়কে করে তুলতে পারে দ্বিগুণ। মার্কেটপ্লেসে তালিকাভুক্ত হয়ে রিসেলাররা ফ্রিতেই অর্থাৎ কোনরকম বুস্টিং ছাড়াই তার ক্রেতারা ইতিমধ্যে যেখানে রয়েছেন সেখানে তার পণ্যটির অ্যাড পৌঁছাতে পারেন এবং এর ফলে রিসেলার অনেক অর্ডার পেয়ে থাকে।

ফেইসবুক মার্কেটপ্লেস ব্যবহারের মাধ্যমে রিসেলাররা সাধারণত অনেকগুলো সুবিধা পেয়ে থাকেনঃ

১/ ফেইসবুক মার্কেটপ্লেস ব্যবহার করার জন্য একজন রিসেলার এর ফেইসবুক পেইজ বা গ্রুপ খুলতে হয় না। ফেইসবুক পেইজ বা গ্রুপ ছাড়াই একজন রিসেলার নতুন মার্কেটপ্লেস কন্টেন্টটি ব্যবহারের মাধ্যমে অনেক সেল করতে পারবে এবং দ্বিগুন ইনকাম করতে পারবে।

২/ ফেইসবুক মার্কেটপ্লেসের আকর্ষণীয় আর একটি সুবিধা হলো এটি রিসাইকেল বিন হিসেবেও কাজ করে। রিসেলাররা চাইলে তাদের ব্যবহার করা পুরাতন জিনিস গুলো মার্কেটপ্লেসের মাধ্যমে ক্রেতার কাছে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারেন।

৩/ রিসেলাররা ফেইসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে ফ্রি তেই তাদের অ্যাড দেওয়া পণ্য গুলো নির্দিষ্ট লোকেশনের মানুষদের কাছে পৌঁছাতে পারে। তার মানে হচ্ছে রিসেলাররা যখন তার নির্দিষ্ট লোকেশনে প্রোডাক্ট অ্যাড পোস্ট করবে তখন অটো তার আশেপাশের সব মানুষ এর কাছে সহজেই প্রোডাক্ট এর অ্যাড গুলো চলে যাবে। এবং তখন সেই রিসেলার এর কাছে অনেক বেশি বেশি অর্ডার আসবে।

নিম্নোক্ত ধাপে একজন রিসেলার ফেইসবুকে তার নিজের মার্কেটপ্লেস তৈরি করতে পারেনঃ

ধাপ ১: প্রথমে আপনি আপনার ফেইসবুক এর হোম পেইজ এ যান এবং নিচের মার্ক করা বাটন এ ক্লিক করুন।

ধাপ ২: তারপর সেল(Sell) লিখা আইকনে ক্লিক করুন।

ধাপ ৩: এরপর আপনার কাছে ৪ টি অপশন আসবে। অপশন গুলো হলোঃ

I. ITEMS: রিসেলার যদি কোন প্রোডাক্ট সেল করতে চান তাহলে এই আইকনে ক্লিক করবেন।

II. VEHICLES: রিসেলার যদি যানবাহন সেল করতে চান তাহলে এই আইকনে ক্লিক করবেন।

III. HOMES FOR SALE OR RENT: সেলার যদি কোন বাড়ি বিক্রি বা ভাড়া দিতে চান তাহলে এই আইকনে ক্লিক করবেন।

IV. JOBS: আর কেউ যদি চাকরির জন্য লোক নিয়োগ দিতে চান তাহলে এই আইকনে ক্লিক করবেন।

আমরা উদাহরণ হিসেবে ITEMS আইকন টিকে ধরে নিলামঃ

ধাপ ৪: এই ধাপে এসে একজন সেলার তার চাহিদা অনুযায়ী মানে সে যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে চায় সেটার একটা Summary তৈরি করবে।

I. ADD PHOTOS: এই আইকনে ক্লিক করে সে তার প্রোডাক্ট এর ছবিগুলো অ্যাড করে নিতে পারবে।

II. TITLE: তারপর তার প্রোডাক্ট এর নাম অথবা বিজনেস নাম Title এ লিখতে পারবেন।

III. PRICE: কত দামে প্রোডাক্টটি সে সেল করতে চায় এই অপশনে গিয়ে সেটি লিখে দিবে।

IV. CATEGORY: তারপর সেলার Category অপশনে এসে তার প্রোডাক্ট এর Category অনুযায়ী Catagory নাম সিলেক্ট করে নিবেন। যেমন একজন সেলার যদি জুয়েলারি সেল করতে চায় তখন সে Jewelry & Watches অপশনটি সিলেক্ট করবেন। তারপর Condition আসবে সেখানে ৪ টি অপশন থাকবে। আপনার প্রোডাক্টটি নতুন হলে New অপশনটিতে ক্লিক করবেন অথবা পুরাতন হলে Used-Like New, Good, Fair এই অপশন গুলোর একটিতে ক্লিক করবেন।

তারপর কিছু Optional ধাপ আছে। সেগুলো হলো:

BRAND: এই অপশনে এ আপনার প্রোডাক্ট টির Brand এর নাম লিখে দিবেন অথবা যদি Brand নাম না থাকে তাহলে Local লিখে দিতে পারেন।

LOCATION: তারপর আপনার এড্রেসটি সিলেক্ট করে নিবেন।

DESCRIPTION: এই অপশনে এসে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখে দিবেন।

TAGS: এই অপশনে আপনার প্রোডাক্ট এর Category অনুযায়ী আপনি Tag লিখে নিতে পারবেন। যেমনটি আপনারা নিচের ছবিতে দেখে নিতে পারেন।

V. AVAILABILITY:

Ø List as Single Item: যদি সেলার এর কাছে সে প্রোডাক্ট টি শুধুমাত্র একটি থাকে তাহলে সে এই অপশন টি ক্লিক করবে।

Ø List as In Stock: যদি সেলার এর কাছে সে প্রোডাক্ট টি অনেক গুলো থাকে তাহলে সে এই অপশন টি ক্লিক করবে।

VI. OFFER SHIPPING: সেলার চাইলে তারপর এই অপশনটি অন করে দিতে পারেন। এই অপশনটির মানে হচ্ছে প্রোডাক্টটি হোম ডেলিভারি হবে।

VII. HIDE FROM FRIENDS: সেলার চাইলে এই অপশনটিও অন করে দিতে পারেন। এই অপশনটির মানে হচ্ছে আপনার এই পোস্টটি আপনার ফেইসবুক ফ্রেন্ডরা দেখতে পারবে না।

তারপর Next এ ক্লিক করতে হবে।

ধাপ ৫: এটি সর্বশেষ ধাপ প্রোডাক্টটি মার্কেটপ্লেসে পাবলিশ করার জন্য। এই ধাপে এসে নিচের ছবি অনুযায়ী সেলার মার্কেটপ্লেসে ক্লিক করে তার প্রোডাক্টটি সফলভাবে পাবলিশ করে দিতে পারবেন।

উপরোক্ত ধাপ গুলোর মাধ্যমে একজন রিসেলার তার মার্কেটপ্লেস এর সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারবেন এবং বেশি বেশি আয় করতে পারেন।

--

--

ShopUp

ShopUp is a platform, and ecosystem to help small businesses grow.