কাস্টোমাইজড প্রোডাক্ট মানেই অনেক রিস্ক — HSC এর পর নিজের টি-শার্ট ব্যবসা

ShopUp
3 min readJan 15, 2019

Why did you start your online business?

২০১৪ সালে আমার এইচএসসির পর হঠাত মনে হলো কিছু একটা করা দরকার, হাতে অনেকটা ফাঁকা সময় ছিল। তখন টি-শার্ট জিনিসটা অনেক ভালো চলছিল দেশে। তাই ভাবলাম শুধুমাত্র টিশার্ট নিয়েই একটা অনলাইন পেজে ছোটখাটো বিজনেস শুরু করে দিই। মনে আছে, মাত্র ছয় হাজার টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে আমার এই ব্যবসার শুরু। ধীরে ধীরে টিশার্টের সাথে কাস্টোমাইজড প্রোডাক্টের দিকে আমার আগ্রহ বাড়তে থাকে। ২০১৪ এর শেষে কমিকনে একটা স্টল নিয়ে নেই সাহস নিয়ে। পরিচিত এক ভাই প্রেসের খোঁজ দেন, সেখান থেকে ধীরে ধীরে প্রোডাক্ট কাস্টোমাইজেশনের দিকে পা বাড়াই। আর কাস্টোমাইজড প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহটাও অনেক বেশি। তাই সবমিলে মনে হয়েছিলো এই প্রোডাক্ট নিয়ে এগুলেই হয়তো নিজের মনমতো একটা বিজনেস করতে পারবো।

What was the biggest obstacle to grow your business?

আমাদের এই প্রোডাক্ট লাইনের অনেক বড় একটা সমস্যা হলো হঠাত করে অনেক মানুষ এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করা শুরু করে দিয়েছে। এটা নিয়ে সমস্যা নেই, সমস্যাটা হলো আস্তে আস্তে অনেকে এই প্রোডাক্ট থেকে পাওয়া প্রোফিট মার্জিনটা কমিয়ে দিচ্ছে। অনেকে আছে লং টার্ম ব্যবসা করার জন্য আসেনি, শুধুমাত্র কয়েকটা দিন হয়তো এমনি একটু হাতখরচ চালাবে এখান থেকে পাওয়া টাকা দিয়ে। তারা কম সময়ে টাকাটা রিটার্ন তোলার জন্য অনেক কম দামে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। এতে করে আমরা যারা লং টার্মের জন্য ব্যবসা করছি তাদের খুব সমস্যা হচ্ছে।

এছাড়া ২০১৭ এর মাঝামাঝি সময়ে আমার ব্যবসাটা একটু পড়ে যায়। সেসময় দুই তিন মাসের একটা গ্যাপও ছিল। এই গ্যাপটা কাভার করে আবার উঠে আসাটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বলতেই হবে।

এছাড়া কিছু কিছু সময় আমাদের প্রোডাক্টগুলো কাস্টমার ফেরত পাঠায়, নিতে চায়না। কিন্তু একটা কাস্টোমাইজড প্রোডাক্টের কিন্তু এই কাস্টমারটা ছাড়া আর কোন কাস্টমার নেই কেননা উনার রুচি অনুযায়ী জিনিসটা কাস্টোমাইজড করা ছিল। এই জিনিসটাও আমাদের জন্য একটু সমস্যার।

How did e-loan help you? Share your experience.

ই-লোনটা আমি নিই ২০১৮ সালের শেষের দিকে এসে, ব্যবসাটাকে আগের মত আবার দাঁড় করানোর জন্য। ই-লোনের যেই বিষয়টা আমার কাছে সবচাইতে পছন্দের সেটা হচ্ছে এখানে ইন্টারেস্ট রেটটা আমার মনে হলো অনেক কম। আর ছয় কিস্তিতে খুব সুন্দরভাবে লোনটা শোধ করার ব্যবস্থা রয়েছে যেটা খুবই সুবিধাজনক আমাদের মত ব্যবসায়ীদের জন্য।

সাধারণত অন্য কোন জায়গা থেকে লোন নিতে গেলে অনেক ঝক্কি-ঝামেলা পোহানো লাগে। কিন্তু শপ আপ থেকে লোনটা নিতে কোন ঝামেলাই হয়নি!

Do you have any message towards other online businesses?

নিজের উদ্যোগে কিছু করাটাকে সবসময়ই আমার অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় অনলাইন বিজনেসের মত একটা চ্যালেঞ্জিং বিষয় তাহলে তো কথাই নেই। কথাটা হচ্ছে, প্রতিনিয়ত নিজেকে এই কম্পিটিটীভ মার্কেটের সাথে তাল মেলাতে হবে, তা নাহলে এখানে টিকে থাকাটা অনেক কষ্ট হয়ে দাঁড়াবে। আর অল্প সময়ের জন্য বিজনেসে না এসে লং টার্মের জন্য আসলে নিজের ও মার্কেটের — উভয়েরই অনেক লাভ হবে। একটু মার্কেট রিসার্চ আর প্রোডাক্ট নিয়ে জানাশোনা থাকলেই অনলাইন বিজনেসে সহজেই অনেক ভালো করা যায়!

--

--

ShopUp

ShopUp is a platform, and ecosystem to help small businesses grow.