কিভাবে বুস্ট ছাড়াই বাড়িয়ে ফেলতে পারেন অর্গানিক সেল ?

ShopUp
1 min readNov 17, 2020

বুস্টিং নিঃস্বন্দেহে একটি খুবই ইম্পরট্যান্ট মার্কেটিং টুল। কিন্তু একটুখানি বেশি এফোর্ট এর বিনিময়ে আপনি আপনার পেজের জন্য খুব সহজেই জেনারেট করতে পারেন অর্গানিক সেল।

অর্গানিক সেল পেতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যবহার সবচেয়ে বেশি এফেক্টিভ ভূমিকা পালন করে। প্রথমত, পেজের পোস্টগুলি স্টোরিতে শেয়ার করবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, যেমন — হোয়াটস অ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় স্টোরিতে অ্যাড করে দিবেন। তাহলে শুধু যে আপনার সেলই শুধু বাড়বে তা নয়, আপনার সেল এর পাশাপাশি আপনার অনলাইন পেজটি ভালো একটি মার্কেটিংও হয়ে যাচ্ছে। এখানে আপনি পোস্ট গুলোতে কিছু অ্যাটেনশন সিকিং শব্দ ব্যবহার করতে পারেন, লিমিটেড স্টক , ইমপোর্টেড ফ্রম (কান্ট্রি নেম ), নিউ কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন ইত্যাদি।

আবার আপনি ফেসবুকে আপনার পেজ এর জন্য আলাদা করে গ্রুপ খুলে আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং পরিচিত মানুষদের ইনভাইট করবেন এবং সেখানে সবগুলো নিউ প্রোডাক্ট পোস্টের আপডেট টাইম টু টাইম জানাবেন।

এই এক্টিভিটিজ গুলোর পাশাপাশি কাস্টমারকে রিভিউ পোস্ট দেয়ার জন্য রিকুয়েস্ট করবেন এবং পেইজ ও গ্রুপে সেগুলো স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন বা ডাইরেক্ট কাস্টমার পোস্ট আপ্রুভড করবেন।

এভাবে একটু সময় দেয়ার মাধ্যমে খুব সহজেই বাড়িয়ে ফেলতে পারেন আপনার সেল।

--

--

ShopUp

ShopUp is a platform, and ecosystem to help small businesses grow.